কচুয়ায় বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনকে নিয়ে সম্প্রতি উপজেলা বিএনপি নেতা ও রহিমানগর এলাকার অধিবাসী ওবায়েদ উল্লাহ ভূলন কর্তৃক অশালিন বক্তব্যের প্রতিবাদে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে এহসানুল হক মিলন সমর্থিত বিএনপি ও সহযোগী সাংগঠনের নেতাকর্মীদের ব্যানারে এ প্রতিবাদ সভা বের করা হয়।
সাচার ডিগ্রি কলেজ থেকে মিছিলটি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় কলেজ মাঠে প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা ছাত্রদলের সাংগঠনিক স¤পাদক আতিকুর রহমান জুয়েল এর পরিচালনায় বক্তব্য রাখেন, পাথৈর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ গোফরানুল হক, সাচার ইউনিয়ন বিএনপির সভাপতি প্রত্যাশী শফিকুল ইসলাম সবু, বিএনপি নেতা গাজী শফিক, খোরশেদ আলম মেম্বার, উপজেলা যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক স¤পাদক শামীম মিয়াজী, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো: তাজুল ইসলাম, সাধারণ স¤পাদক সম্রাট রইজ উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পাটওয়ারী, সাচার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা, সাচার ইউনিয়ন যুবদলের সভাপতি প্রত্যাশী মো: আলম প্রধান, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি হাফিজুর রহমান সহ আরো অনেকে। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৯ জুন ২০২৫