চাঁদপুরের কচুয়া উপজেলার পাথৈর কড়ইতলায় মাদক ও অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে র্যালী ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। ৯ আগস্ট শনিবার বিকেলে স্থানীয় বিএনপি ও এলাকাবাসীর আয়োজনে এ র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কচুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো.মকবুল হোসেন মিয়াজী।
বিশিষ্ট ব্যবসায়ী মো. আলাউদ্দিন আল আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন, সাচার পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলমগীর হোসেন, পাথৈর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মো. আলমাছ মিয়াজী, পালাখাল মডেল ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মো. করিব হোসেন, জেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি মো. ফয়েজ আহমেদ রানা, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মোস্তফা কামাল প্রধান, সাচার বাজারের ব্যবসায়ী মো. ফারুক হোসেন সরকার উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক এড. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি ডা: কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, যুগ্ম আহবায়ক হাজী আলমগীর হোসেন, ইসমাইল হোসেন, যুবদল নেতা হাবিবুল্লাহ হাবিব, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিম প্রধান প্রমুখ। এ সময় স্থানীয় বিএনপি’র দলীয় নেতা কর্মী ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এ মাদক বিরোধী সমাবেশে অংশগ্রহন করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৯ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur