Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় বিএনপির লিফলেট বিতরণ ও সাধারণ সভা
বিএনপির

কচুয়ায় বিএনপির লিফলেট বিতরণ ও সাধারণ সভা

কচুয়ায় বিএনপি’র রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেনের পরামর্শে মঙ্গলবার বাইছারা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ৪ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে সাধারন সভার আয়োজন করা হয়। বিতারা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. শহীদ ভূঁইয়ার সভাপতিত্বে ও বিএনপি নেতা রাজ্জাক শিকারী ও ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব নোমান শিকারীর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ুন কবির প্রধান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপি’র সদস্য এডভোকেট মোস্তাক আহমেদ, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান পাঠান, সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম, উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন মজুমদার, উপজেলা বিএনপি’র সদস্য কবির হোসেন সিকদার, মনির হোসেন, ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আলমগীর চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক গাজী রশিদসহ আরো অনেকে। এসময় বিএনপি নেতা সুলতান আহমেদ পাটওয়ারী, উপজেলা বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক মাহমুদ সিকদার, পালাখাল মডেল ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক কবির হোসেন, স্থানীয় ওয়ার্ড বিএনপি’র সভাপতি সেলিম প্রধান, সাধারন সম্পাদক কামাল সরকার, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক গাজী মিয়া, সদস্য সচিব মোস্তফা কামাল, যুগ্ন আহবায়ক আব্দুল হান্নান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রকিবুল ইসলাম খোকনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে বাইছারা বাজারে স্থানীয় জনসাধারন ও ব্যাবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৮ ফেব্রুয়ারি ২০২৫