Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় বিএনডি ফোরাম স্কুলে শিক্ষাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
বিএনডি

কচুয়ায় বিএনডি ফোরাম স্কুলে শিক্ষাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

চাঁদপুরের কচুয়ার বাচাইয়া-নয়াকান্দি গ্রামে অবস্থিত বিএনডি ফোরাম স্কুলে ২০২৫ সালের মেধা শিক্ষাবৃত্তি পরীক্ষা সু-শৃঙ্খল ও শান্তিপূর্ন পরিবেশে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চতুর্থবারের মতো ১২টি প্রতিষ্ঠানের ২০১জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহন করে। ২০০৮ সালে গ্রামীণ পরিবেশে অজোপাড়া গায়ে প্রতিষ্ঠিত বিএনডি ফোরাম স্কুলটি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের সু-শিক্ষার মাধ্যমে এগিয়ে নিচ্ছে।

বিশেষ করে বাংলা ও ইংরেজি উভয় শিক্ষায় শিক্ষার্থীদের পাঠদানের মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করে। বিদ্যালয়ের কেন্দ্র সচিব, মেঘদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র বাইন বলেন, অত্যন্ত মনোরম ও শিক্ষক-অভিভবাবকদের আন্তরিক সহযোগীতায় পরীক্ষা শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা মেধা যাচাই এর পাশাপাশি ভবিষ্যতে ভালো শিক্ষার্থী হিসেবে গড়ে উঠবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রানতোষ সরকার বলেন, ২০০৮ সালে একঝাঁক তরুন মেধাবীদের নিয়ে বিএনডি ফোরাম স্কুলটি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। ২০২২ সাল থেকে বিএনডি ফোরাম স্কুলের উদ্যোগে শিক্ষাবৃত্তি চালু করা হয়েছে। সকলের আন্তরিক সহযোগীতা থাকলে শিক্ষার উন্নয়নে আরো ব্যাপক কর্মসূচী হাতে নিয়ে এ এলাকার শিক্ষার্থীদের দেশ গড়ার কাজে নিয়োজিত করতে সহযোগীতা করা হবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু/
১৮ ডিসেম্বর ২০২৫