কচুয়ায় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শ্রমিকের

কচুয়া উপজেলার পূর্ব কালচোঁ এলাকায় বিআরটিসি বাসের চাপায় মানিক মিয়া নামের এক শ্রমিক মারা গেছেন। মঙ্গলবার বিকেলে কচুয়া-হাজীগঞ্জ-গৌরিপুর সড়কের কালচোঁ ব্রিকফিল্ডের সামনে ঢাকাগামী বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৬০৪৬) বিপরীতগামী সিএনজিকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে থাকা শ্রমিককে ধাক্কা দেয়।

এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথিমধ্যে মারা যান তিনি। নিহত মানিক মিয়া সুনামগঞ্জ জেলার ধিরাই উপজেলার নোয়াগাও গ্রামের মৃত সমর আলীর পুত্র। তিনি কচুয়ার কালচোঁ ব্রিকফিল্ডের শ্রমিক ছিলেন।

খবর পেয়ে কচুয়া থানার এসআই মো. এনামুল হক নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং বিআরটিসি বাসটি জব্দ করেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৯ মার্চ ২০২৪

Share