চাঁদপুরের কচুয়ায় বিআরটিসি বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ একই পরিবারের চারজনসহ ৫জন গুরুতর আহত হয়েছে। ২৮ মে রোববার কচুয়া-সাচার ও গৌরিপুর সড়কের দোয়াটি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হচ্ছে, উপজেলার নলুয়া গ্রামের আকতার হোসেন,তার কন্যা মুক্তা আক্তার,সুমাইয়া আক্তার ও জামাতা নুর মোহাম্মদ বাবুল। তবে আহত সিএনজি চালকের নাম জানা যায়নি।
আহতের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরন করা হয়। পরর্তীতে তাদের অবস্থা আশংজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
স্থানীয়র জানান, বিআরটিসি বাসগুলো প্রতিনিয়ত বেপরোয়া চলাচল করে আসছে এবং বেপরোয়া চলাচলের কারণে প্রায় সময় দুঘর্টনায় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে সাচার থেকে সিএনজি যোগে একই পরিবারের ওই সদস্যরা নিজ বাড়ি নলুয়া গ্রামে রওনা হয়ে আসে। পথিমধ্যে দোয়াটি গ্রামের আব্দুল মবিনের দোকানের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা বিআরটিসি বাসের (ঢাকা মেট্রো-ব-১৫৫৫১৩) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় চালকসহ একই পরিবারের ৪জন গুরুতর আহত হয়। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
কচুয়া থানার ওসি (তদন্ত) মো. হারুন অর রশিদ জানান, বাস ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহল করা হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৮ মে ২০২৩