কচুয়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

চাঁদপুরের কচুয়ায় দিনের পর দিন ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগে আক্রান্ত ৮ রোগী ভর্তি হয়। ভর্তিকৃতরা হচ্ছে- উপজেলার মনোহরপুর গ্রামের নূর আলম (৩০), সাবিনা বেগম (৪৫), ও হাশেম (৩৫), সিংআড্ডা গ্রামের শামছুনন্নাহার (২৮), কোয়া চাঁদপুর গ্রামের ফরহাদ (১৪), ডুমুরিয়া গ্রামের মহিউদ্দিন (২৯), চারটভাঙ্গা গ্রামের মামুন (২৫), ধলি কচুয়া গ্রামের বৃষ্টি রানী (৭০)।

ডেঙ্গু আক্রান্ত রোগীর ভর্তির বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সোহেল রানা জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুতে আক্রান্ত ৩২জন রোগী ভর্তি হয়েছে। তবে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা আরো অনেক বেশি। অনেক রোগীই প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেয়। এ চিকিৎসা অনেক ক্ষেত্রেই যথাযথ চিকিৎসা হয় না।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১২ জুলাই ২০২৩

Share