কচুয়ায় ধ’র্ষ’ণে’র শিকার বাকপ্রতিবন্ধী নারী সন্তান প্রসবের পর মৃত্যু

চাঁদপুরের কচুয়ায় ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী নারী ফাতেমা আকতার বাচ্চা প্রসবের পর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ লম্পট ধর্ষক মেহেদী হাসান প্রদীপকে গ্রেপ্তার করেছে। আটক মেহেদী হাসান প্রদীপ উপজেলার আশ্রাফপুর গ্রামের আ.রহিমের ছেলে। নিহত বাকপ্রতিবন্ধী ফাতেমা একই গ্রামের শেখ ফরিদের বোন।

জানা গেছে, ২০২৪ সালের এপ্রিল মাসে ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে ফাতেমাকে বিয়ের জন্য পারিবারিক চাপ দেয়া হয়। বিয়ে না করায় ৩ মার্চ রাতে নিহত বাকপ্রতিবন্ধী ফাতেমার ভাই শেখ ফরিদ কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯(১) ধারায় একটি মামলা দায়ের করে। একই দিন রাতে আসামী মেহেদী হাসান প্রদীপকে আটক করে পুলিশ। এদিকে ৯ মার্চ বাকপ্রতিবন্ধী ফাতেমার নিজ বাড়ীতে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে হাসপতালে নেওয়ার পথে মারা যায়।

এ বিষয়ে কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম জানান, কন্যা শিশুর পিতৃত্ব নিশ্চিত করতে নিহত বাকপ্রতিবন্ধীর ময়নাতদন্ত করা হয়েছে। পরে শিশুর ডিএনএ টেস্টের মাধ্যমে পৃত্রি পরিচয় সনাক্ত করা হবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১০ মার্চ ২০২৫

Share