কচুয়ায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের অধীনে কচুয়া উপজেলা খেলাফত ছাত্র মজলিস কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে কচুয়া পৌরসভাধীন সাবেক জনতা ব্যাংকের দ্বিতীয় তলায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিনের অস্থায়ী কার্যালয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

কচুয়া উপজেলা খেলাফত ছাত্র মজলিসের আহবায়ক মো. ফাহাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুফতি আনিসুর রহমান কাসেমী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মাহদী সিকদার। এসময় মুফতি রিয়াসুল হক মজুমদার, মাওলানা জুন্নুর রশিদ, জয়নাল আবেদীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীস ইসলামী সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের আওতাধীন ছাত্র মজলিস কচুয়া শাখার সংগঠনকে গতিশীল করতে নতুন আহবায়ক কমিটি ঘোষণা দেয়া হয়। কমিটির আহবায়ক মো. ফাহাদুল ইসলাম, সহকারী আহবায়ক মো. আরিফ হোসেন, মো. ফয়সাল, মো. জাকারিয়া, সদস্য সচিব হাফেজ মো. হাসিব, সদস্য হাফেজ মো. নাহিদুল ইসলাম, হাফেজ ফাহিম হোসেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২২ ডিসেম্বর ২০২৪

Share