চাঁদপুরের কচুয়ায় মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ফেসবুকে কটুক্তি করায় হৃদয় চন্দ্র দাস (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শুয়ারুল থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার উজান ছিনিয়া গ্রামের এলাকার মৃত বিশ্ব চন্দ্র দাসের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার অপর এক যুবকের খেলার একটি ফেসবুক পেইজে হযরত মুহাম্মদকে (সা.) কটুক্তি করে বিরূপ মন্তব্য করে কমেন্টস করা হয় । বিষয়টি স্থানীয় ভাবে জানাজানি হলে রিদয় রিদয় ফেসবুক ব্যবহারকারী হৃদয় চন্দ্র দাসের শুয়ারুল দীঘির পাড়ের সেলুন থেকে আটক করেন স্থানীয় জনতা পুলিশকে খবর দেয়ে। পরবর্তীতে খবর পেয়ে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে জনতার রোষানল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ফেসবুকে হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটুক্তি করার অভিযোগে হৃদয় চন্দ্র দাস নামে একজনকে ঘিরে রেখেছিল জনতা। তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে সোপর্দের মাধ্যমে সাইবার নিরাপত্তা আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৭ জুন ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur