দীর্ঘ ৩৯বছর মহান শিক্ষকতা জীবন শেষে ফুলে সজ্জিত গাড়িতে চড়ে অবসরে গেলেন চাঁদপুরের কচুয়ার ঐতিহ্যবাহী ২৯নং দোয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা ভগবতী রানী সরকার। প্রিয় শিক্ষিকার বিদায়কে স্মরণীয় করে রাখতে শিক্ষক ও শিক্ষার্থীরা দিয়েছেন রাজকীয় বিদায় সংবর্ধনা।
বুধবার বিকেলে ২৯নং দোয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের আয়োজনে অবসরজনিত সংবর্ধনা শেষে শিক্ষিকা ভগবতী রানী সরকারকে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের চোখের জলে গাড়িতে চড়ে নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেয়া হয়। এসময় তিনি গাড়িতে বসে দীর্ঘদিনের সহকর্মী, অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষার্থীদের কাছ থেকে চোখের জলে বিদায় নেন এবং শিক্ষার্থীদের সাথে কান্নায় ভেঙ্গে পড়েন।
বিদ্যালয়ের সাবেক সভাপতি ননী গোপাল দাসের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক জীবন কানাই সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস, বিদ্যালয়ের সাবেক সভাপতি সুমন সরকার, সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নু, পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, মেঘদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র বাইন, সফিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন, সহকারি শিক্ষক পিযুস কুমার, প্রমুখ।
পরে বিদায়ী শিক্ষিকা ভগবতী রানী সরকারকে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের পক্ষ থেকে উপহার সামগ্রী, সম্মাননা ক্রেষ্ট ও পুরষ্কার তুলে দেয়া হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১১ ডিসেম্বর ২০২৪