কচুয়ায় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
মহান বিজয় দিবস উপলক্ষ্যে কচুয়া উপজেলার কাদলা-দরবেশগঞ্জ সমাজকল্যাণ ও খেলাঘর কর্তৃক আয়োজিত সবার আগে বাংলাদেশ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন।
ফুটবল টুর্নামেন্ট আয়োজিত কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক তপাদারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সোহেল আহমেদের পরিচালনায় ফাইনাল খেলা উদ্বোধন করেন মালেয়াশিয়া যুব দলের সহ-সভাপতি রাসেল পাটোয়ারী রতন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম পাটোয়ারী,উপজেলা বিএনপির সদস্য আবু নাছের মিয়াজী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ হান্নান মজুমদার,কাদলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাছুম তপাদার, উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন,কাদলা দরবেশগঞ্জ খেলাঘরের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক বোরহান উদ্দিন মজুমদার, সমাজ সেবক মাহবুব উল্লাহ, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাহার আহমেদ মজুমদার,উপজেলা যুবদলের সদস্য সাহাদাত মজুমদার,ওয়ার্ড যুবদলের মহসিন বেপারী প্রমুখ।
ফাইনাল খেলায় রহিমানাগর একাদশকে ১ গোলে হারিয়ে বিজয়ী লাভ করেন হাজীগঞ্জ একাদশ। শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে দুই দলের মধ্যে খেলা সম্পন্ন হয়। ফাইনাল খেলা দেখার জন্য কচুয়া-হাজীগঞ্জসহ বিভিন্ন উপজেলা থেকে ফুটবল প্রেমিক দর্শকরা ভীর জমায়।
দরবেশগঞ্জ খেলাঘরের আয়োজনে প্রতি বছরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্ট খেলা আয়োজন করা হয়। খেলা কেন্দ্র করে ওই এলাকায় মিলনমেলায় পরিণত হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৯ জানুয়ারি ২০২৬