চাঁদপুরের কচুয়ায় মিন্টু দেবনাথ (২৩) নামের এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার ভোরে পৌরসভার করইশ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্র মিন্টু দেবনাথ একই গ্রামের অধিবাসী ও কচুয়া বাজারের স্বর্নকার ব্যবসায়ী তপন দেবনাথের ছেলে। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে মিন্টু দেবনাথের ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে চিৎকার করে পবিবারের লোকজন। পরে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করলে ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখা যায় তাকে। নিহত মিন্টু দেবনাথ কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
কচুয়া থানার ওসি মো.ইব্রাহিম খলিল বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে চাঁদপুরের মর্গে প্রেরন করা হয়েছে। আত্মহত্যার কারণ প্রাথমিক ভাবে এখনো জানা যায়নি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৬ নভেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur