কচুয়ায় ফসলি জমি ক্ষতিসাধনের প্রতিবাদে মানববন্ধন

কচুয়া উপজেলার উজানী-দেওকামতা খাল খনন কাজের অনিয়ম,গাছপালা কেটে ও ফসলী জমি ক্ষতিসাধনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। ২ মার্চ বৃহস্পতিবার দুপুরে উজানী বাজারে ক্ষতিগ্রস্থ ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহনকারীরা ক্ষতিগ্রস্থরা জানান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ২০২১-২২ অর্থ বছরের ছোট নদী,খাল এবং জলাশয় পূনঃখনন প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান উজানী-দেওকামতায় ২.৫ কিলোমিটার খাল পূনঃখননের কাজ করতে গিয়ে নিয়ম বর্হিভূতভাবে খাল কেটে, ফসলী জমি,বাড়ি ঘর ও গাছপালা কেটে ব্যাপক ক্ষতিসাধান করেছে। ক্ষতিগ্রস্থরা সহায়তা পেতে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করেছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২ মার্চ ২০২৩

Share