কচুয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

কচুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘কৃষিই সমৃদ্ধি’ এ স্লোগানে কৃষকদের মাঝে আদা, সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২০২৪-২৫ অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পুষ্টি বাগান প্রকল্পের আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মেজবাহ উদ্দিন।

এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈকত দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুকুল ইসলাম, ওসমান গনি, শাহদাত হোসেন রিপন, শম্ভুনাল দাস, সাজ্জাদুল ইমরান, ফরহাদ হোসাইন, সমীর চন্দ্র নন্দী, আবু সুফিয়ান শাওন, আছমা ফেরদৌসী, মানছুরা আক্তার, মামুন রানা, মেহেদী হাসান মোল্লা, মোহাম্মদ নাজমমুল হক, মোফাজ্জল হোসাইন, কুলসুমা আক্তার, নুরুল আমিনসহ প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৪ মার্চ ২০২৫

Share