Home / উপজেলা সংবাদ / কচুয়ায় প্রশিক্ষিত যুবতীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
প্রশিক্ষিত

কচুয়ায় প্রশিক্ষিত যুবতীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

শিক্ষা সহায়তা,বেকারত্ব মোচন ও দারিদ্র দূরীকরণের বিশেষ কর্মসূচি হিসেবে চাঁদপুরের কচুয়ায় ১৬জন বেকার যুবতীদের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসায় রুহামা ফাউন্ডেশন ফর সোসাইটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিআরবি ক্যাবেলের ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম রনি এসব সেলাই মেশিন বিতরণ করেন।
রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ মাওলানা রোস্তম আলী সরকারের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি মাওলানা নুরুল হকের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপপ্তরের কর্মকর্তা প্রফেসর ড. মো. আব্দুল মান্নান মোল্লা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা ইঞ্জিনিয়ার আমির হোসেন,বিশিষ্ট শিক্ষাবিদ গাজী মো. শওকত আলী,সমাজসেবক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম,ঢাকা তামিরুল উম্মা ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মনির হোসেন হেলালী ও সংগঠনের সাধারন সম্পাদক মাওলানা মো. হুমায়ুন কবির সহ আরো অনেকে।

এসময় পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম,সমাজসেবক আসকর আলী,মাহবুব আলম,ফারুক হোসেন,আক্তার হোসেন জুয়েলসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২০ সেপ্টেম্বর ২০২৪