চাঁদপুরের কচুয়ার সাচার পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় বুধবার সকালে বড় ভাইয়ের কাছে সম্পত্তির হিসাব চাওয়ায় প্রবাসী ও তার স্ত্রীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। আহতরা হচ্ছেন, সাচার গ্রামের আব্দুর রব পাঠানের পুত্র সৌদি প্রবাসী জহিরুল ইসলাম ও তার স্ত্রী তানজিনা আক্তার। আহতরা বর্তমানে কচুয়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত প্রবাসী জহিরুল ইসলাম জানান, আমি প্রায় ২যুগ ধরে প্রবাসে রয়েছি। সেখানে কষ্ট করে টাকা ইনকাম করে বাড়িতে পাঠিয়েছি। পরবর্তীতে কয়েকবার দেশে এসে বড় ভাই আব্দুল মান্নান পাঠানের কাছে জমি জমার ভাগ বন্টন নিয়ে হিসাব চাইলে বিভিন্নভাবে তালবাহানা করে এবং অপর দুই ছোট ভাইকে দিয়ে আমাকে হেনস্তা করে। বৃদ্ধ বাবার কাছ থেকে জোড়পূর্বক লিখে নেয়ার এঘটনায় পূর্বেও চাঁদপুরের পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ রয়েছে। বর্তমানে আমি প্রবাস থেকে দেশে এসে বুধবার বড় ভাইয়ের সাথে সালাম দিয়ে কথা বলতে গেলে তিনি ও তার পুত্র রনি উত্তেজিত হয়ে আমাকে বেধম মারধর করে এসময় আমার স্ত্রী তানজিনা আক্তার এগিয়ে আসলে তার চোখে, মুখে ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর আহত করে।
তিনি আরো জানান, আব্দুল মান্নান প্রভাব খাটিয়ে আমার জমি জমার হিসবা না দিয়ে অন্যায় ভাবে ভোগ দখল করে আসছে। হামলার ঘটনায় স্থানীয় লোকজন ছুটে এসে আহত অবস্থায় তাদের স্বামী-স্ত্রীকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় হামলাকারী আব্দুল মান্নান ও তার পুত্র রনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন হামলার শিকার পরিবারটি। অন্যদিকে স্বামী-স্ত্রীর উপর হামলা ও মারধরের ঘটনায় কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩০ এপ্রিল ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur