কচুয়ায় টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও

চাঁদপুরের কচুয়া উপজেলার শ্রীরামপুরে গ্রামে প্রবাসীর নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল নিয়ে আমেনা আক্তার ওরফে তানিয়া এক গৃহবধু উধাও হওয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। এ ঘটনায় সৌদি প্রবাসী মোঃ এরশাদ ক্বারী ছোট ভাই মোরশেদ আলম বাদী হয়ে কচুয়া থানায় একটি জিডি দায়ের করেছেন যার নং- ১৪৮১, তারিখ- ২৭/১২/২০২৪ইং।

জানা গেছে কচুয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের অধিবাসি মোঃ এনামুল হকের পুত্র মোঃ এরশাদ ক্বারীর সাথে একই উপজেলার কৈটোবা গ্রামের ছৈয়াল বাড়ীর মোঃ তাজুল ইসলামের মেয়ে আমেনা আক্তার ওরফে তানিয়ার সাথে প্রায় ৯ বছর পূর্বে পারিবারিক ভাবে উভয়ের বিয়ে হয়। বিয়ের পর তাদের গৃহে আশরাফুল ইসলাম (৭) ও এরিনা আক্তার (৫) নামের দুটি সন্তান রয়েছে।

গৃহবধূ আমেনা আক্তার এর শ্বশুর পক্ষের লোকদের অভিযোগ আমেনার স্বামী সৌদি থাাকার সুবাদে আমেনা আক্তার মোবাইলে একাধিক অজ্ঞাত যুবকদের সাথে পরকীয়ায় সম্পর্কে জড়িয়ে পরে। ১১ জানুয়ারি শনিবার এরশাদ ক্বারী সৌদি থেকে বাড়ী ফেরার কথা শুনে তার স্ত্রী আমেনা আক্তার ২৭ ডিসেম্বর তার শ্বশুর বাড়ী শ্রীরামপুর গ্রাম থেকে ২ সন্তান রেখে পূর্বপরিকল্পিত ভাবে গৃহে থাকা স্বর্ণ গহনাসহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল নিয়ে উধাও হয়ে যায়।

ঘটনার পর আমেনা আক্তার আত্মীয় স্বজনের বাড়ীতে খুজ করে তাকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পরকীয়া কোন প্রেমিকের হাত ধরেই সে উধাও হয়েছে।

আমেনা আক্তারের ছোট বোন শিরিনা আক্তার সুমাইয়ার স্বামী নূরপুর গ্রামের অধিবাসি শাহাদাত হোসেন মারুফ জানান, আমিও চরম অশান্তিতে রয়েছি। তারা উভয় ভোন স্বামীর সংসারে মনোযোগি না। অন্যদিকে গৃহবধু আমেনা আক্তার তানিয়া নিখোঁজ হওয়ার ১৩ দিন পর তার মা নুরজাহান বেগম বাদি হয়ে উল্টো আরেকটি কচুয়া থানায় সাধারন ডায়েরি করেন। এই ঘটনায় এলাকার বেশ তোলপার চলছে। কেউ বলছে গৃহবধু আমেনা আক্তার তার স্বামীর বাড়ি আসার খবরে উধাও হয়ে গেছে নাকি প্রেমিকের হাত ধরে অন্যত্র চলে গেছে। এ নিয়ে এলাকায় নানান গুনজন চলছে।

সব মিলিয়ে গৃহবধু আমেনা আক্তারের নিখোজের ঘটনা উদঘাটন করে প্রকৃত রহস্য খুজে বের করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কচুয়া প্রতিনিধি, ১২ জানুয়ারি ২০২৪

Share