চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর গ্রামের প্রবাসী দেলোয়ার হোসেনের বাড়ীতে দুধর্ষ চুরিসংঘটিত হয়েছে।
দেলোয়ার হোসেনের স্ত্রী শিউলী আক্তার জানান, ২২ থেকে ২৩ ডিসেম্বর রাতের যেকোনো সময় চোরচক্র ধারালো অস্ত্র দিয়ে বাম দরজার টিন কেটে গৃহে প্রবেশ করে কয়েকটি আলমিরা ও সুকেসের তালা ভেঙ্গে নগদ ৮ লক্ষ টাকা ও ৬ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায়।
শিউলি আক্তার আরো জানান, তিনি অসুস্থতার কারণে ২২ ডিসেম্বর সন্তানাদিদেরকে নিয়ে চিকিৎসার জন্য শাহরাস্তি উপজেলায় ডাক্তারের কাছে যান এবং রাতে শাহরাস্তি থেকে ফিরে এসে তিনি এ ডাকাতির ঘটনা দেখে তাৎক্ষণিক ৯৯৯ তে ফোন দিলে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে এ চুরির ঘটনা পরিদর্শন করেন। চুরির ঘটনায় প্রবাসীর স্ত্রী শিউলি আক্তার তার দেবর কবির হোসেন ও স্বামীর পক্ষের কয়েকজন নিকট আত্মীয়কে সন্দেহমূলক বিবাদী করে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে। তিনি দাবী করেন প্রতিপক্ষরা সম্পত্তিগত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটিয়েছে।
থানায় অভিযোগ দায়েরের পর বিবাদীরা ক্ষিপ্ত হয়ে বাদীকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে বলে শিউলি আক্তার দাবি করেন।
এ ব্যাপারে কচুয়া থানার ওসি মোঃ ইব্রাহীম খলিল মুঠোফোনে জানান, প্রবাসীর স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৪ ডিসেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur