Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালঙ্কার লুট
প্রবাসীর

কচুয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালঙ্কার লুট

চাঁদপুরের কচুয়ার শুয়ারুল গ্রামে ডাকাতি স্টাইলে নুর উদ্দিন নামের এক সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার মধ্য রাতে গৃহের লোকদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে গৃহে থাকা নগদ ৫০ হাজার টাকা ৬ ভড়ি স্বর্ণ-গহনা ও ৩টি মোবাইল সেট নিয়ে যায় বলে প্রবাসীর বাবা হাজী মো: দৌলত মিয়া দাবী করেন।

ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার প্রবাসী নুরউদ্দিনের স্ত্রী শাহিদা আক্তার অসুস্থ জনিত কারনে তার বোন রিনা আক্তার ও সন্তানদেরকে তাদের বাড়িতে রেখে ঢাকায় চিকিৎসার জন্য যান। ওইদিন রাতে তিনি তার মা মালেকা বেগমকে নিয়ে বাড়িতে ফেরত আসেন।

পরবর্তীতে রাত অনুমান ২টার দিকে তাদের বাড়ির সীমানা দেয়ালের পশ্চিম দক্ষিণ দিক দিয়ে কয়েকজন অজ্ঞাত মুখোশধারী লোকজন গৃহে তালা ভেঙ্গে প্রবেশ করে আকস্মিকভাবে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণগয়না ও টাকা নিয়ে পালিয়ে যায়। এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে।

খবর পেয়ে পরদিন রবিবার সাচার পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার ও এএসআই আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানান।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৩ নভেম্বর ২০২৫