কচুয়া উপজেলার ১০নং মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনা আক্তারের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির আয়োজনে প্রধান শিক্ষিকা হাসিনা আক্তারের শেষ কর্মদিবস উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাও. ইমাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মো. হারিছ ব্যাপারী। এসময় সমাজসেবক আবদুল্লাহ মাষ্টার, আবদুল লতিফ সিকদার, ইউনুস ব্যাপারী, আলম ব্যাপারী, আবদুল লতিফ সরকার, কামাল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষক হাসিনা আক্তারকে সম্মাননা ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। উল্লেখ্য যে, কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান চৌধুরী নূরে আলমের সহধর্মীনি হাসিনা আক্তার মহান শিক্ষকতার সু-দীর্ঘ ৩৪ বছর সুনাম ও সততার সাথে দায়িত্ব পালন শেষে প্রধান শিক্ষক পদ থেকে বুধবার (৮ এপ্রিল) অবসর গ্রহন করেন।
প্রতিবেদকজিসান আহমেদ নান্নু, ৮ মে ২০২৪