Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেল ৩৮ পরিবার
প্রধানমন্ত্রীর

কচুয়ায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেল ৩৮ পরিবার

কচুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর পেয়েছেন ৩৮টি পরিবার। বুধবার সারাদেশে ২২ হাজার ১শ ১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের ভার্চুয়ালি কনফারেন্সে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩৮টি পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।
এসময় এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল মবিন, জাবের মিয়া, ওসি মোহাম্মদ ইব্রাহিম খলিল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ, বিবিন্ন প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৯ আগস্ট ২০২