আমেরিকার ট্রাম্পের রিপাবলিকান দলের নেত্রী পবিত্র মহাগ্রন্থ আল-কুরআন প্রকাশ্যে পুড়িয়ে অবমাননার প্রতিবাদে, চাঁদপুরের কচুয়া উপজেলারন সাচার বাজারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা হয়েছে ।
সাচার বাজার মুসলিম তৌহিদী জনতার ব্যানারে শুক্রবার বাদ জুমা এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি সাচার বাজার পুলিশ ফাঁড়ি সংলগ্ন আল আকসা মসজিদের সামনে থেকে শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড্রে প্রতিবাদ সভায় মিলিত হয়।
তাহরিকে খতমে নবুওয়্যাত বাংলাদেশ, চাঁদপুরের কচুয়া উপজেলা শাখার আহ্বায়ক মোঃ ফারুক সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাজুলিয়া দরবার শরীফের পরিচালক ও সাচার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শাহ্ মোহাম্মদ নুরুল্লাহ শাজুলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাচার দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাও. এম এ কাশেম চৌধুরী, সাচার তালুকদার বাড়ী জামে মসজিদের খতিব মাও: মোঃ মাসুম বিল্লাহ, সাচার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মোঃ নুরুল হক প্রধান, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ সাইফুর রহমান,তুহিবুল তালুকদার, আবুল হোসেন ভূইয়া, হাবিবুর রহমান প্রমুখ। এ সময় সাচার বাজারের ব্যবসায়ী বৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রের্নী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৫ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur