কচুয়া উপজেলার গবরখোলা গ্রামে অভিমান করে পোকার ট্যাবলেট খেয়ে এক যুবক আত্মহত্যা করেছে। নিহত ওই যুবকের নাম খালেদ হাসান (২১)। তিনি গবরখোলা গ্রামের মো. মকবুল হোসেনের পুত্র।
নিহতের পরিবার ও স্থানীয় এলাকা সূত্রে জানা গেছে, খালেদ হাসান রবিবার তার নিজের মোটর সাইকেল চালাতে গিয়ে ফাইভ চ্যালেঞ্জার নষ্ট হয়ে যায়। এতে ১০-১২ হাজার টাকা ঠিক করার খরচ হওয়ার টাকা চাইলে তার বাবা-মায়ের সাথে মনোমালিন্য হয়। পরে রবিবার বিকেলে খালেদ হাসান অভিমান করে পোকার (কীটনাষক) খেয়ে ফেলে। এসময় তার অবস্থা বেগতিক দেখে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। পরদিন সোমবার মৃত খালেদ হাসানের লাশ তার গবরখোলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কচুয়া প্রতিনিধি, ১৬ অক্টোবর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur