Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় পেঁয়াজের বাজারে অস্থিরতা, ক্রেতাদের ক্ষোভ
onion

কচুয়ায় পেঁয়াজের বাজারে অস্থিরতা, ক্রেতাদের ক্ষোভ

ভারতের পেঁয়াজ রপ্তানির খবর পাওয়ার পরপরই চাঁদপুরের কচুয়ায় লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। ফের অস্তির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। মাত্র এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুন হয়ে কেজিতে ১৮০ থেকে ২০০ টাকা ধরে বিক্রি করছে ব্যবসায়ীরা।

উপজেলার কচুয়া, সাচার, রহিমানগর, পালাখাল ও রঘুনাথপুর বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। এতে জনমনে চরম অস্তিরতা বিরাজ করছে।

ক্রেতারা জানান, গতকালও আমরা কেজিতে ১০০ থেকে ১১০ টাকা ধরে পেঁয়াজ ক্রয় করেছি কিন্তু আজ দেখি কেজিতে ১৮০ থেকে ২০০ টাকা ধরে পেঁয়াজ বিক্রি করছে ব্যবসায়ীরা। বিষয়টি জরুরি ভিত্তিতে নজরদারি করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন ক্রেতারা।

তবে ব্যবসায়ীরা বলছেন, আড়ৎ থেকে অধিক দামে পেঁয়াজ ক্রয় করায় ১৮০ থেকে ২০০ টাকা ধরে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে।

অন্য দিকে শনিবার সাচার বাজারের বড় পেঁয়াজ বড় ব্যবসায়ী গৌতমের দোকান বন্ধ পাওয়া যায় এবং আরো কয়েকটি দোকানে বস্তা ভর্তি পেঁয়াজ মজুদ রাখতে দেখা যায়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৯ ডিসেম্বর ২০২৩