চাঁদপুরের কচুয়া উপজেলার দক্ষিণ মাঝিগাছা মৃধা বাড়িতে অপরিকল্পিত পুকুর তৈরি করায় সড়কের যাতায়াতের রাস্তা ভেঙ্গে পুকুরে বিলীন হচ্ছে। এতে জনচলাচলে ভোগান্তিতে পড়েছে আশেপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ। সরেজমিনে গেলে স্থানীয় অধিবাসী ও ভুক্তভোগী পরিবারগুলো রাস্তাটি নতুন করে সংস্কার ও গাইডওয়াল নির্মাণের দাবীতে তাদের দীর্ঘদিনের দুঃখ-কষ্টের কথা তুলে ধরেন। এসময় গ্রামবাসী তাদের যাতায়াতের একমাত্র এ রাস্তাটি দ্রুত সংস্কারের পাশাপাশি গাইডওয়াল নির্মাণের দাবী জানান।
মাঝিগাছা গ্রামের অধিবাসী ও বিতারা ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আলমগীর হোসেন চৌধুরী, সমাজসেবক দেলোয়ার হোসেন মৃধা, মো. তাজুল ইসলাম, শাহ পরানসহ আরো অনেকে জানান, মাঝিগাছা গ্রামের মধ্যে মৃধা বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ির মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত হয়েছে। কারন বিগত সরকারের আমলে ১৭ বছরে দেশের বিভিন্ন স্থানে উন্নয়নের ছোয়া লাগলেও মাঝিগাছা গ্রামের এ অংশে তেমন উন্নয়নের ছোয়া লাগেনি। ফলে মৃধা বাড়ি, নাছির উদ্দিন প্রধান বাড়ি, বাহার মজুমদার বাড়ি, রাজহাঁসকান্দি ও সৈয়দপুরের মানুষজন এবং বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা দিনের পর দিন চরম ভোগান্তির মধ্য দিয়েই যাতায়াত করছেন।
বিশেষ করে বর্ষা মৌসুমসহ বিভিন্ন সময়ে কৃষি পন্য আনা নেয়া, মুমুর্ষ রোগী ও অন্যান্য দৈনন্দিন কাজে মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। তাই মাঝিগাছা দক্ষিণ অঞ্চলের কয়েকটি বাড়ির মানুষের নির্বিঘ্নে চলাচলের সুযোগ করে দিতে বর্তমান উপজেলা প্রসাশন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১৭ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur