Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় পিসিএল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা
পিসিএল

কচুয়ায় পিসিএল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা

কচুয়া উপজেলার পনশাহী বেলতলী মাঠে পিসিএল টি-টোয়েন্টি এগারো তম আসর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বর্ণাঢ্য আয়োজনে ভাতেশ্বর ইয়াং স্টার একাদশকে হারিয়ে সাহারপার একাদশ চ্যাম্পিয়ন অর্জন করে। পিসিএল এর সভাপতি ও সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ দিদার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী, সাবেক সাধারন সম্পাদক মোঃ শাহজালাল প্রধান জালাল, সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ এলাহী সুবাস, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ উল্লাহ, বিশিষ্ট সমাজসেবক তাবারক উল্লাহ, পনশাহী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মনির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন, খেলা আয়োজক কমিটির সদস্য মনির ফরাজি, মামুন গাজীসহ আরো অনেকে। এসময় খেলাপ্রেমি দর্শক, খেলোয়ারবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন।

কচুয়া প্রতিনিধি, ১২ জানুয়ারি ২০২৪