চাঁদপুরের কচুয়ায় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার পালাখাল বাজারের উষা শিল্পালয় দোকানে পিছনের জানালা গ্রিল কেটে প্রবেশ করে ৩ভরি স্বর্ন,৬০ ভরি রূপা লুটে নেয় সংঘবদ্ধ চোর চক্র।
এ ঘটনায় দোকানের মালিক রনজিত সরকার বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করলে বুধবার তিনজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হচ্ছে, উষা শিল্পালয় দোকানের কর্মকচারী রূদ্র সরকার,রুপন সরকার ও মানিক সরকার।
এদিকে পালাখাল বাজারের উষা শিল্পালয়ে চুরির ঘটনায় দোকানের মালিক রনজিত সরকারের ভাগিনা মানিক চন্দ্রকে গ্রেফতারকৃত ৩নের তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে দোকান মালিক রনজিত সরকার তার ভাগিনা নির্দোষ দাবি করেন এবং তাকে এ ঘটনায় জড়িয়ে হয়রানি না করার জন্য অনুরোধ জানান।
কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল জানান, আটককৃতদেরকে বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১ ডিসেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur