Home / উপজেলা সংবাদ / কচুয়া / পালাখাল উবিতে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীও মিলনমেলা
পালাখাল

পালাখাল উবিতে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীও মিলনমেলা

১৯৬৩ সালে তৎকালীন সময়ে প্রত্যন্ত অঞ্চলের চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এটি শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়,বরং কচুয়ার শিক্ষা, মানবতা ও সেবার আদর্শে গড়া এক আলোকিত প্রতীক। প্রায় ৫ দশকের বেশী সময় ধরে সু-শিক্ষার আলো ছড়ানোর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন, হাজারো দক্ষ, সৎ ও মানবিক নাগরিক।

প্রশাসনিক কর্মকর্তা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, শিক্ষক, সাংবাদিকসহ সকল পেশাতেই রয়েছেন এ বিদ্যালয়ের শিক্ষার্থী। পথচলার গৌরবের ৬২ বছর শেষে পা রাখলো নতুন এক অধ্যায়ে।

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পূরনো স্মৃতি মূলক গল্প, দিনভর আড্ডা, ফটোশেসন, মনোজ্ঞ স্বাংস্কৃতিক ও স্মৃতির আঙ্গিনা স্মরনিকার মোড়ক উন্মেচনের মাধ্যমে চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয়ের ৬২ বছর বর্ষপূর্তি উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও স্মৃতি চারন মূলক আলোচনা সভা ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পূনমিলনী অনুষ্ঠিত হয়েছে।

‘হৃদয়ের আঙ্গিনায়, আবার মিলন’ এ শ্লোগানে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রীদের আয়োজনে পায়রা উঠিয়ে প্রথম বারের মতো এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মো. আব্দুল মতিন সরকার।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যাংকার মো. আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শাহ এমরান, বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও পুলিশর সিনিয়র এএসপি মো. নবীর হোসেন, জি.এম ফারুক হোসেন পাটওয়ারী, বেগমগঞ্জ সরকারী সালেহ আহমেদ কলেজের অধ্যাপক ড. মো. মনির হোসেন সরকার, প্রফেসর মিজান সরকার, পারভীন আক্তার,বিশিষ্ট ব্যবসায়ী মো. জাকির হোসেন, আব্দুল হলিম দেওয়ান, মো: নজরুল ইসলাম, শ্রীবাস সাহা, শরীফ হাসান, মো: মাহবুব আলম তাহের, গোলাম জিলানী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান।

এ সময় ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনের মাধ্যমে উপস্থিত সবাইকে মাতিয়ে তুলেন এবং লটারিতে অংশগ্রহন কারীদের মধ্যে ৫০ জন ভাগ্যবান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। ১ম বিজয়ী পুরস্কার পান পালাখাল মিয়াজী বাড়ীর ২০১১ ব্যাচের সৌভাগ্যবান আল আমিন মিয়াজী পরিশেষে পালাখাল উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান এর ২০০২ ব্যাচের শিক্ষার্থীর পক্ষ থেকে সম্মাননা শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৫ ডিসেম্বর ২০২৫