কচুয়ায় পানি চলাচলকে কেন্দ্র করে হামলায় আহত ৪

কচুয়া পৌরসভার কড়ইয়া গ্রামে টিউবওয়লেরে পানি চলাচলের নিষ্কাশনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্ত:সত্তা নারীসহ ৪জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলো, আবুল খায়ের গাজী,স্ত্রী শাহানারা বেগম,পুত্র আলাউদ্দিন গাজী ও অন্ত:সত্তা সালমা বেগম। আহতরা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী আবুল খায়ের গাজী বাদী হয়ে সোমবার রাতে একই গ্রামের কামাল হোসেন,সুজন,মিজান,জামাল হোসেনসহ ৪জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে কচুয়া থানার ওসি তদন্ত হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আহত আবুল খায়ের গাজীসহ ভূক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ কামাল গংরা টিউবওয়েলের পানি চলাচলে বাধা সৃষ্টি করে আসছে। ঘটনার দিন রাতে পানি চলাচলকে কেন্দ্র করে প্রতিপক্ষরা আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে।

প্রতিপক্ষ জামাল হোসেন হামলা ও মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন তারা নিজেরা ঘটনা সাজিয়ে আমাদের দোষারোপ করছেন।

কচুয়া প্রতিনিধি, ৪ এপ্রিল ২০২৩

Share