চাঁদপুরের কচুয়ায় পানিতে ডুবে শারফিন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার নোয়াদ্দা গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশু একই গ্রামের প্রবাসী মোশারফ হোসেনের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান সোমবার সকাল ১০টা থেকে শারফিনকে খুজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোজা-খুজির এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে ঘরের পাশে একটি ডোবায় সারফিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে পরিবারের লোকজন ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
খবর পেয়ে কচুয়া থানার ওসি মোহাম্মদ ইব্রাহীম খলিল,ওসি তদন্ত হারুন অর রশিদ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে যান। শিশু শারফিনের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকার মাঝে শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৬ জুন ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur