কচুয়ায় পানিতে ডুবে দু’শিশুর করুন মৃত্যু
চাঁদপুরের কচুয়ায় পানিতে ডুবে দু’ শিশুর করুন মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ফতেবাপুর ও সাজিরপাড় গ্রামে পৃথক ভাবে পানিতে ডুবে শিশু দু’টি মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতদের পরিবার ও এলাকা সূত্রে জানাগেছে, উপজেলার ২নং পাথৈর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. গোফরান উদ্দিন প্রধান পুকুরে গোসল করতে গেলে আকস্মিক ভাবে তার দেড় বছর বয়সী শিশু কন্যা ফাইজা আক্তার অগোচরে পুকুরে পড়ে যায়।
এছাড়া একই উপজেলার সাজিরপাড় গ্রামের মো. হুমায়ুন করিবের মেয়ে হুমাইরা আক্তার (৩) খেলার ফাঁকে পানিতে ডুবে যায়। পরে তাদের খোজাখুজির এক পর্যায়ে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকম্পপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২৭ জুলাই ২০২৫