Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
পানিতে

কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুরের কচুয়ার রায়েক গ্রামে পানিতে ডুবে সিনপা আক্তার নামে এক দেড় বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ১১ টার দিকে বায়েক গ্রামের সরকার বাড়ীর পুকুরে পড়ে মৃত্যুর এ ঘটনা ঘটে। নিহত সিপনা আক্তার ওই গ্রামের মো: শরীফ সরকারের কন্যা। স্থানীয়রা জানান, শিশু সিনপা আক্তার সকালে বাড়ীর অন্যান্য শিশুদের সাথে খেলতে গিয়ে আকস্মিক অগোচরে পানিতে পড়ে যায়।

পরে খোঁজাখুজির এক পর্যায়ে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন দাউদকান্দি (গৌরিপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির অকাল মৃত্যুর ঘটনায় তার পরিবারের মাঝে শোকের মাতম বইছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১১ অক্টোবর ২০২৫