কচুয়া উপজেলার পালাখাল গ্রামে রবিবার আকস্মিকভাবে পাগলা কুকুরের কামড়ে অন্তত: ৪জন গুরতর আহত হয়েছে। কুকুরের কামড়ে আক্রান্তরা হলেন, পালাখাল গ্রামের সাবেক ইউপি সদস্য বিশ্বনাথ মেম্বারের বাড়ির বৃন্ধা রানী সাহা (৭০), ভাষান সাহা (৫৫), আরতী রানী সাহা (৫০) ও জামাল হোসেন (৫০)। আহতরা কচুয়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্স থেকে ভ্যাকসিনের মাধ্যমে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডা. শাওকাত হোসেন সুমন বলেন, প্রতিবছরই কুকুরকে ভ্যাকসিন দেয়া হচ্ছে। তবে চলতি বছর এখনো ভ্যাকসিন দেয়া হয়নি। পর্যায়ক্রমে বরাদ্দ আসলে উপজেলার বিভিন্ন স্থানে কুকুরের ভ্যাকসিন দেয়া হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩০ ডিসেম্বর ২০২৪