চাঁদপুরের কচুয়ার সেঙ্গুয়া গ্রামে বাশেঁর বেড়া দিয়ে শিক্ষার্থী ও এলাকাবাসীসহ পাঁচ শতাধিক লোকের পথ অবরুদ্ধ করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সেঙ্গুয়া মিয়াজী বাড়িতে বাঁশের বেড়া দিয়ে একই গ্রামের আব্দুল মান্নানের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। এতে পাশ^বর্তী স্কুল শিক্ষার্থী,শিক্ষক ও এলাকাবাসীর পথ চলাচলে বিড়ম্বনা হচ্ছে।
বিশেষ করে মিয়াজী বাড়ির ভুক্তভোগী পরিবারের গবাদি পশু, বাড়ির লোকজনের যাতায়াতের চলাচলে নানান ভোগান্তিতে পড়তে হচ্ছে।
ভূক্তভোগী শাহ আলম,আবু তাহের,দেলোয়ারা বেগম,জেসমিন,শহীদ ও সুমন সহ একাধিক এলাকাবাসী জানান, প্রায় কয়েক বছর ধরে আমরা শান্তিপূর্ন ভাবে জমি ভোগদখল করে আসছি। তবে প্রতিপক্ষ আব্দুল মান্নান গংরা জোরপূর্বক ভাবে গত দু’দিন ধরে বাড়ির ভিতরে প্রবেশ করে বাশেঁর বেড়া দিয়েছে, ফলে আমরা চলাচল করতে পারছি না।
স্কুল শিক্ষার্থীরা বলেন, আমরা এ পথ দিয়ে সেঙ্গুয়া ভুঁইয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাই। কিন্তু বাশেঁর বেড়া দেয়ার কারনে এখন আমরা স্কুলে যেতে পারছি না। দ্রুত বেড়া তুলে দেয়া আহ্বান জানান তারা।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, বেড়া দিয়ে যাতায়াতের পথ বন্ধ করা এটা দু:খজনক। তবে দ্রুত চলাচলের জন্য প্রশাসন,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।
প্রতিপক্ষ আব্দুল মান্নান বলেন, কাওলা সূত্রে আমি ২ শতাংশ জমি ক্রয় করেছি। জমি ফিরে পেতে তাদের কয়েক বার বললেও তারা আমার জমি থেকে সরে যায়নি। তাই বাধ্য হয়ে বাশেঁর বেড়া দিয়েছি।
ইউপি সদস্য রফিকুল ইসলাম গাজী বলেন, বিষয়টি আমাকে ভুক্তভোগী পরিবার অবগত করেছে, তবে উভয়ের সাথে কথা বলে বিষয়টি সুরাহা করা হবে।
ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি, তবে খোঁজখবর নিয়ে দু’পক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।
কচুয়া প্রতিনিধি, ২৭ ফেব্রুয়ারি ২০২৩