কচুয়ায় পাঁচ শতাধিক রোগীদের ফ্রি সেবা দিলেন ডা: মো: নাজিমুল ইসলাম
চাঁদপুরের কচুয়ায় চর্ম, যৌন ও এলার্জি রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দিলেন কচুয়ার মাঝিগাছা গ্রামের কৃতিসন্তান, বিশেষজ্ঞ চিকিৎসক, ুস্কিন কেয়ার ফাউন্ডেশন অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা: মো: নাজিমুল ইসলাম। তিনি শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কচুয়া পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এলাকার প্রায় ৫ শতাধিক গরীব অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। ডাঃ মোঃ নাজিমুল ইসলামের নিজস্ব অর্থায়নে এতে দিনভর সার্বিকভাবে সহায়তা করেন কচুয়া মক্কা হসপিটাল, কচুয়া উপজেলা ফেসবুক পেজ গ্রুপ ও সাচার ডিগ্রী কলেজ শাখা স্কাউট গ্রুপ।
এক প্রতিক্রিয়ায় কচুয়ার মাঝিগাছা গ্রামের কৃতিসন্তান ও বিশেষজ্ঞ চিকিৎসক ডা : মো: নাজিমুল ইসলাম বলেন, আমি কচুয়ার সন্তান। আমার বাবাও একজন চিকিৎসক ছিলেন। আমি চাই আমার মাধ্যমে কচুয়ার সাধারণ মানুষ উপকৃত হোক। তাই কচুয়ার মানুষকে বিনামূল্য চিকিৎসা দেয়ার চেষ্টা করছি। এতে এলাকার সাধারন মানুষ উপকৃত হলেই আমার সার্থকতা।
তিনি আরো বলেন, প্রতি শুক্রবার কচুয়া বিশ্বরোডস্থ মক্কা হসপিটালে আমার মাধ্যমে গরীব এবং অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে। যারা এই সেবা পেতে ইচ্ছুক, প্রতি শুক্রবার মক্কা হসপিটালে এসে সেবা নেয়ার আহ্বান জানান তিনি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১ আগস্ট ২০২৫