কচুয়া উপজেলার বুধুন্ডা গ্রামের হাজী বাড়িতে সম্মত্তিগত বিরোধের ঘটনাকে কেন্দ্র করে বাড়ির চলাচলের পথে গাছ ও বেড়া দিয়ে প্রতিদবন্ধকতা করার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। প্রবাস ফেরত টিটু হাজী কচুয়া থানায় বুধবার বাদী হয়ে বাড়ির পথের চলাচলের জায়গা উদ্ধারের দাবীতে একই বাড়ির মিজানুর রহমান, সালামত হোসেন, ডালিম মিয়া ও আমির হামজা কে অভিযুক্ত করে এ অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগকারী টিটু হাজী জানান, আমাদের বাড়ি সংলগ্ন দেড় শতাংশ ভূমি নিয়ে প্রতিপক্ষদের সাথে বিরোধ রয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে বাড়ির মাঝামাঝি মুল চলাচেলর পথে পুরোনো গাছের শিকড় ও সীমানা-প্রাচীর দিয়ে প্রভাব খাটিয়ে মিজানুর রহমান ও সালামত হোসেন গংরা বাড়ির সৌন্দর্য নষ্ট করছে। এতে করে হাটাঁ, চলাচল ও মানুষ মারা গেলে খাটিয়া নিয়ে যাওয়া আশায় খুবই কষ্টকর হচ্ছে। আমি প্রশাসন ও এলাকাবাসীর মাধ্যমে আমাদের বাড়ির চলাচলের রাস্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী জানাই। এ ঘটনায় কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কচুয়া প্রতিনিধি, ১১ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur