প্রচণ্ড তাপপ্রবাহ এবং দাবদাহে দেশের মানুষ এখন অতিষ্ঠ। এই তীব্র তাপপ্রবাহ ও দাবদাহে জীবন সাময়িক আরামের জন্য ঠান্ডা শরবত যেন পথিকদের কাছে অমৃত। ঠিক সে সময়ই মানবতার হাত বাড়িয়ে এগিয়ে আসলেন বিডি ক্লিন কচুয়ার সদস্যরা। রবিবার বিডি ক্লিন কচুয়ার উদ্যোগে রহিমানগর বাজারস্থ পথচারী, শ্রমজীবী, চালকসহ বিভিন্ন লোকদের মাঝে ফ্রি শরবত বিতরণ করা হয়েছে।
এসময় বিডি ক্লিন কচুয়ার উপজেলা সমন্বয়ক এহছানুল হক শরীফ, উপ-সমন্বয়ক বিডি ক্লিন মতলব উত্তর, সমন্বয়ক আইটি এন্ড মিডিয়া নাফিসুর রহমান তামিমসহ বিডি ক্লিন কচুয়ার সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, “পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন” এই স্লোগানে ২০১৬ সালের ৩জুন থেকে বিডি ক্লিনের কার্যক্রম অব্যহত রয়েছে। সারা বাংলাদেশে ৬২টি জেলায় বিডি ক্লিনের কার্যক্রম চলমান এবং বিডি ক্লিনের প্রায় ৪৪ হাজারেরও বেশি সদস্য রয়েছে। এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ১৮ নভেম্বর কচুয়া বিডি ক্লিনের যাত্রা শুরু হয় এবং বর্তমানে বিডি ক্লিনের কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৫ মে ২০২৪