মালয়েশিয়ায় মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত চাঁদপুরের কচুয়ার দূর্গাপুর গ্রামের যুবক মো: রাজীব চৌধুরীর (৩০) লাশ আজ দেশে আসছে। তিনি রোববার বাংলাদেশ সময় বিকেল ৩টায় মালয়েশিয়ার পেনাং জেলার অটোসিটি এলাকায় মোটর সাইকেল মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়। পরে তার লাশ মালয়েশিয়ার হিম ঘরে রাখা হয়। নিহত যুবক রাজীব চৌধুরী উপজেলার দুর্গাপুর গ্রামের মকবুল হোসেন চৌধুরীর পুত্র।
নিহতের বড় ভাই মালয়েশিয়া প্রবাসী বশির উল্লাহ চৌধুরী জানান, বুধবার মালয়েশিয়া সময় সন্ধ্যা ৭ টায় আমার ছোট ভাইয়ের মরদেহ একটি বেসরকারি বিমানে দেশে পাঠানো হবে। মো: রাজীব চৌধুরী ৮ বছর পূর্বে মালয়েশিয়ায় বাবা মায়ের স্বপ্ন পূরনের লক্ষে পারি জমান। বৃহস্পতিবার সকাল ১০ টায় চাঁদপুরের কচুয়ার দুর্গাপুর গ্রামে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে নিহতের অপর বড় ভাই মো: মিজানুর রহমান চৌধুরী জানান, আমার ছোট ভাই দেশে ছাত্রলীগের রাজনীতি ও কিছুদিন সংবাদ পেশায় কাজ করতেন। তিনি কিছুদিন পরে দেশে ফিরে নতুন বিল্ডিং তৈরি করে বিয়ে করার কথা ছিলো।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২০ ডিসেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur