গত ৫ আগস্ট চাঁদপুরের কচুয়ায় নিহত পুলিশের উপপরিদর্শক মামুনুর রশিদের খোয়া যাওয়া বিদেশি পিস্তল উদ্ধার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
২৪ নভেম্বর রোববার রাত ৯টায় উপজেলা কান্দিরপাড় এলাকার একটি রেইনট্রি গাছের গোড়ায় পলিথিন মোড়ানো অবস্থায় ৭.৬২ এমএম বিদেশি এই পিস্তলের সঙ্গে ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, ‘সেনাবাহিনীর ক্যাপ্টেন খালেদুর রহমানের নেতৃত্বে সেনা ও পুলিশ বাহিনীর সদস্যরা গুলিসহ পিস্তলটি উদ্ধার করে।’
এর আগে কচুয়ায় থানায় গোপন একটি সূত্র পিস্তলের সংবাদ দেয়।
গত ৫ আগস্ট বিকেলে কচুয়া কলেজ মাঠে গণপিটুনিতে নিহত হন পুলিশের উপপরিদর্শক মামুনুর রশিদ। ওই সময় তার সঙ্গে থাকা পিস্তল ৮ রাউন্ড গুলিসহ খোয়া যায়।
স্টাফ করেসপন্ডেট, ২৫ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur