‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্র্ণাঢ্য র্যালি ও সমাবেশ করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার কচুয়ার সাচারে র্যালি বের করা হয়। র্যালিটি সাচার বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে পুলিশ ফাঁড়ির সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়। নিরাপদ সড়ক চাই কচুয়া শাখার সভাপতি জিসান আহসান নান্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আনোয়ার হোসেন, সাচার বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক জিয়াউদ্দিন মজুমদার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক ভূঁইয়া, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আবু তাহের, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন সবুজ, সাংবাদিক জামাল হোসেন প্রমুখ।
এ সময় সেভ লাইফ ব্লাড ডোনেটিং ফাউন্ডেশনের সভাপতি সুজন মিয়া, সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান, সমাজসেবক বোরহান উদ্দিনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১ ডিসেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur