কচুয়ায় নির্বাচনী ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন
চাঁদপুরের কচুয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নির্বাচনী ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার হযরত শাহ নেয়ামত শাহ হাইস্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশে ন্যায় ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় জনগণের ঐক্য ও সচেতনতা অপরিহার্য। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে মাঠপর্যায়ে সবাইকে সতর্ক ভূমিকা রাখতে হবে।
কচুয়া উপজেলা ইসলামিক আন্দোলনের সভাপতি প্রিন্সিপাল মাওলানা আবু হানিফ পাটোওয়ারীর সভাপতিত্বে ও উপজেলা ইসলামিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইমাম হোসেন জহিরের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ। তিনি নির্বাচনী সময়ে যেকোন ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম প্রতিরোধে দলীয় কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনের ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ওমর ফারুক ইব্রাহিমী বলেন, জনগণের আস্থা অর্জনই হবে আমাদের মূল শক্তি। ন্যায়, আদর্শ ও শান্তির রাজনীতি কচুয়া উপজেলায় প্রতিষ্ঠা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চাঁদপুর জেলা শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, শ্রমিক নেতা মাজহারুল ইসলাম, মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, যুব আন্দোলনের উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর সভাপতি ওমর ফারুক, উপজেলা ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রহমান প্রমুখ।
এর আগে অনুষ্ঠানে যোগদান করতে বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মিছিল নিয়ে সুশৃঙ্খলভাবে সম্মেলনে যোগদান করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৬ ডিসেম্বর ২০২৫