চাঁদপুরের কচুয়ার জয়নগর গ্রামে মনির হোসেন নামের এক নীরিহ কৃষকের খরের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বত্তরা। মঙ্গলবার সেহরির পর ভোররাতে এ ঘটনা ঘটে। তবে কে এ ঘটনা ঘটিয়েছে তা বলতে পারেননি ক্ষতিগ্রস্থ পরিবারটি।
ক্ষতিগ্রস্থ নিরীহ কৃষক মনির হোসেনের স্ত্রী রাহিমা বেগম জানান, আমার স্বামী কৃষি কাজ করেন। পাশাপাশি বাড়িতে দুটি গাভী পালন করে জীবিকা নির্বাহ করছি। কয়েকদিন আগে ওই খরের গাদা বিক্রির জন্য লোকজন আসে। কিন্তু দাম কম হওয়ায় আমরা বিক্রি করিনি। মঙ্গলবার ভোররাতে ঠিক আজানের কিছু সময় আগে কে বা কাহারা শত্রুতার জেড় ধরে আমাদের খরের গাদা পুড়িয়ে দেয়। অল্পের জন্য আশেপাশে প্রায় ৮-১০টি পরিবার বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। আমরা গরিব মানুষ। এমন ক্ষতিকারি ব্যাক্তিকে খুজেঁ বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন জানান, দুদিন আগে কে বা কাহারা আমার রান্না ঘরেও আগুন দেয়ার চেষ্টা করে। এর আগে ২৭ ফেব্রুয়ারি রাতে বায়েক মোড়ে আমার দোকানে চুরি করে প্রায় ২লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। চুরি ও অগ্নিকান্ডের বিষয় দুটি তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,৪ মার্চ ২০২৫