Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালী ও সভা
সড়ক

কচুয়ায় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালী ও সভা

‘মানসম্মত হেমলেট ও নিরাপদ গতি,কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই স্লোগানে চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই কচুয়া উপজেলা শাখার আয়োজনে বনার্ঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে সাচারে র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই কচুয়া উপজেলা শাখার সভাপতি মো: জিয়া উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: কামরুজ্জামান কামরুলের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মিজানুর রহমান, জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন, সাচার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহসীন কবীর, উপাধ্যক্ষ মো. নওসের আলম মিয়া, সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন মোল্লা, নিরাপদ সড়ক চাই কচুয়া শাখার সাবেক সাধারন সভাপতি জিসান আহমেদ নান্নু, সহ-সাধারণ সম্পাদক শাহ ইমরান খান, সদস্য মাসুম বিল্লাহ মাদানী প্রমুখ।

এদিকে একই দিনে কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী। বক্তব্য রাখেন, কচুয়া থানার ওসি মোঃ আজিজুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ,নিরাপদ সড়ক চাই কচুয়া উপজেলা শাখার সভাপতি মোঃ জিয়া উদ্দিন মজুমদার,সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল,উপজেলা বিএনপির সদস্য সচিব মনজুর আহমেদ সেলিম,কচুয়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহ মুহাম্মদ জাকির উল্যাহ শাজুলী,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গাজী মোঃ রশিদ,মালিক সমিতির ক্যাশিয়ার এমদাদ হোসেন পাটোয়ারী,শ্রমিক নেতা মিজানুর রহমান,গিয়াস উদ্দিন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, সচেতনতা ও দায়িত্বশীলতার মধ্য দিয়েই সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব। চালক, পথচারী ও যাত্রী সবারই দায়িত্বশীল আচরণ জরুরী।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২২ অক্টোবর ২০২৫