চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের ঘোগড়ার বিলের একটি মৎস প্রজেক্ট থেকে নিখোঁজের ৪দিন পর বৃহস্পতিবার পানি সেচের মেশিনের সাথে পা বাধাঁ আতিক মজুমদার (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক বজুরীখোলা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন মজুমদারের পুত্র। আতিক গত সোমবার বিকেলে বাড়ি সংলগ্ন দক্ষিণ বিলের একটি মৎস প্রজেক্টের কাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা আব্দুল মতিন মজুমদার বাদী হয়ে বুধবার কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়রী করেন। যার নং ৫৩৮, তারিখ: ১১.১২.২০২৪ খ্রি.।
নিহতের বাবা আব্দুল মতিন মেম্বার জানান, আমার ছেলে সোমবার বিকেল ৫টার দিকে মুঠোফোনে আমাকে জানান আমি বাড়ি আসতেছি। কিছুক্ষণ পর তার মোবাইল বন্ধ পাওয়া যায়। আমার ধারনা কে বা কাহারা পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করে পানির মেশিনের সাথে পা বেধেঁ লাশ প্রজেক্টে ফেলে চলে যায়। আমি আমার ছেলের হত্যাকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবী জানাই। নিহতের গালে মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি দাবী করেন।
এ ঘটনায় প্রজেক্টের রায়হান নামের এক কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এদিকে ঘোগড়ার বিলে যুবকের লাশ উদ্ধারের খবর পেয়ে এলাকায় হাজার হাজার উৎসুক মানুষের ভীর জমে ওই বিলে।
কচুয়া থানার ওসি এম. আবদুল হালিম জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছি। পোস্ট মডামের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১২ ডিসেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur