চাঁদপুরের কচুয়া উপজেলার শুয়ারুল গ্রামে ‘মুসলমানদের দাড়ি নিয়ে ছাগলের দাড়ির সাথে তুলনা করে’ কটুক্তি করায় এবং এর প্রতিবাদ করায় স্থানীয়দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার ঘটনায় এক নারীর শাস্তির দাবীতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
সোমবার বিকেলে শুয়ারুল মধ্যপাড়া আল-মদিনা জামে মসজিদ থেকে তৌহিদী জনতার ব্যানারে মুসল্লিরা এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করে শুয়ারুল বাজারসহ বিভিন্ন স্থানে প্রদক্ষিণ শেষে পশ্চিমপাড়া ইসমাইল পাটওয়ারীর দোকানের সামনে প্রতিবাদ সভা করে। এতে বক্তব্য দেন, শুয়ারুল গ্রামের অধিবাসী মো. হারুনুর রশিদ, মো. জামাল হোসেন ও কামরুল ইসলাম মুন্সি প্রমুখ।
এসময় শুয়ারুল গ্রাম ও আশপাশের এলাকার কয়েক শতাধিক লোকজন এ মিছিলে অংশগ্রহন করে তীব্র নিন্দা জানান এবং অভিযুক্ত ওই নারী জুলি বেগমকে দ্রুত গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়ার দাবী জানান।
উল্লেখ্য যে, গত ৬ নভেম্বর শুয়ারুল গ্রামে একটি শালিশ বৈঠকে উজানছিনিয়া এলাকার মৃত. আনোয়ার হোসেনের মেয়ে জুলি বেগম ‘ছাগলেরও দাড়ি আছে বলে মুসলমানদের দাড়ি নিয়ে’ কটুক্তি করে। এ ঘটনার প্রতিবাদ করলে জুলি বেগম শুয়ারুল গ্রামের হারুনুর রশিদসহ স্থানীয় গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৮ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur