কচুয়ায় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য পুষ্টি বিষয়ক সক্ষম দম্পত্তি, গর্ভবতী মা, প্রসব পরবর্তী মা ও কিশোর-কিশোরীদের নিয়ে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ^ জনসংখ্যা দিবস উপলক্ষে চাঁদপুর জেলার উপ-পরিচালক আবুল কাশেম মোহাম্মদ আমিনুল ইসলাম এর নির্দেশনায় উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মিজি বাড়িতে স্থানীয় শতাধিক মহিলাদের নিয়ে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
কড়ইয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক সমীর চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শরীফ আহমেদ। বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীরুল ইসলাম, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. নাসিম আহমেদ, ইউপি সদস্য আব্দুল জলিল, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. কামাল হোসেন, কচুয়া সদর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. হোসাইন আহমেদ, পরিবার কল্যাণ সহকারী জুরিয়া আক্তার রুনা, জাহানারা আক্তার, নাসিমা আক্তার, নিলুফা আক্তারসহ আরো অনেকে। উক্ত মহাসমাবেশে প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি, মা ও শিশু এবং কিশোর-কিশোরীদের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলাপ-আলোচনা করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১১ জুলাই ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur