কচুয়ায় নামাজ ও কোরআন শিক্ষা কোর্সের পুরষ্কার বিতরন
চাঁদপুরের কচুয়া উপজেলার বাইছারা গ্রামে সহীহ-শুদ্ধ নামাজ ও কোরআন শিক্ষা কোর্সে অংশগ্রহনকারীদের পুরষ্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ‘বাইছারা স্মার্ট ভিশন সোসাইটির’ ব্যাতিক্রমী আয়োজনে বাইছারা গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গঠন করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাইছারা স্মার্ট ভিশন সোসাইটির প্রতিষ্ঠাতা-সভাপতি প্রফেসর মো. মাহফুজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এসময় প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন, শায়খুল হাদীস মাওলানা আব্দুল আউয়াল।
সংগঠনের মাদ্রাসা বিভাগের সাংগঠনিক সম্পাদক মুফতি মোবারক হোসেন, সহ সাধারণ সম্পাদক শরীফ আল হোসাইনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের মাদ্রাসা বিভাগের সভাপতি বিএম ছফিউল্লাহ ভূইয়া, মাও: এনামুল হক আশরাফী, সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক ফরহাদ সরকার, হাফেজ মামুনুর রশীদ, মানব কল্যান ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক হাফেজ মো: ইসমাইল হোসেন,নোয়াপাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন, মাওলানা এনামুল হাসান সাদী। আরো উপস্থিত ছিলেন, মানব কল্যান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কারী ইউসুফ আদনান, অত্র সংগঠনের মাওলানা ফরিদ সরকার, গাজী সোহেল শাহপরান সরকার, সিয়াম শরীফ, শোয়াইব সহ আরো অনেকে ।
পরে ৪ টি ক্যাটাগরিতে ১৮ দিন ব্যাপী সহীহ-শুদ্ধ কোরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারীদের মাঝে বিশেষ সম্মননা পুরস্কার দেয়া হয় এবং সকল মুসলিম জাতির শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৭ নভেম্বর ২০২৫