চাঁদপুরের কচুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে এম. আবদুল হালিম যোগদান করেছেন। কচুয়া থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানকে চাঁদপুরে বদলি করা হয়েছে। সোমবার রাতে তিনি নতুন এ কর্মস্থল কচুয়া থানায় যোগদান করেছেন।
এর আগে এম. আবদুল হালিম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি’র) ইনসপেক্টর ডিবি’র ওসি ও ওসি তদন্ত পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তাকে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়।
ওসি এম. আবদুল হালিম কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বাসিন্দা। তিনি ২০১০ সালে সর্বপ্রথম বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে চট্টগ্রাম জেলায় যোগদান করেন। এদিকে নয়া এ কর্মস্থল কচুয়া থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে উপজেলা প্রশাসন, দলীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও মিডিয়া কর্মীদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৭ সেপ্টেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur