Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় নতুন ওসির যোগদান
ওসির

কচুয়ায় নতুন ওসির যোগদান

চাঁদপুরের কচুয়া থানায় মো: আজিজুল ইসলাম নতুন ওসি হিসেবে যোগদান করেছেন। তিনি মঙ্গলবার কচুয়া থানার বিদায়ী ওসি এম. আব্দুল হালিমের হাজীগঞ্জ সার্কেল অফিসে বদলী হওয়ায় তার স্থলাভিষক্ত হন। তিনি চাঁদপুর নৌ-পুলিশ থেকে কচুয়া থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি কুমিল্লার তিতাস থানার ওসিসহ অন্যান্য থানায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

জানা গেছে, মো. আজিজুল ইসলাম ২০১০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সর্বপ্রথম যোগদান করেন। তিনি বরিশাল জেলাধীন বানারীপাড়া উপজেলার বাইশারী গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারের সন্তান। এ নতুন এ কর্মস্থলে দায়িত্ব পালনে দলীয় নেতাকর্মী,মিডিয়া কর্মীসহ সকলের সহযোগিতা কামনা করছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২০ ফেব্রুয়ারি ২০২৫